বিশ্ব পরিবেশ দিবস ২০২৩

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

প্রতিপাদ্য বিষয়ঃ “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।”
শ্লোগান নির্ধারণঃ “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ।”

“এডুকো বাংলাদেশ’ এর অর্থায়নে  ‘নারী মৈত্রী’ পরিচালিত Youth empowerment for social transformation (YES)  প্রকল্পে মোট ১০৪০ জন কিশোর কিশোরী ও যুব সদস্য রয়েছে। এই সকল সদস্যদের এডভোকেসী, লবিং ও প্রচারাভিযান সহ বিভিন্ন ধরনের দ্ক্ষতার পাশাপাশি নেতৃত্বের দক্ষতাও রয়েছে। এই সদস্যরা মাঠ পর্যায়ে বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডে জড়িত। আর এই কর্মকান্ডের পাশাপাশি তারা বিভিন্ন দিবস ও উদযাপনের জন্য নেতৃত্ব দিয়ে থাকে। এই দিবস উদযাপনের ফলস্বরুপ এই বছর একই সময় ঢাকা উত্তর সিটি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ টি ক্লাবের সদস্যরা গত ০১ জনু, ২০২৩ থেকে ০৫ জুন, ২০২৩ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ছোট ছোট কর্মসূচী পালনের মাধ্যমে পরিবেশ রক্ষার উদ্যোগ নিয়েছে, উদ্দেশ্যে ছিল-

  • নিজ নিজ এলাকার জনসাধারণকে পরিবেশ দিবসের শুভেচ্ছা অর্পণ করা।
  • পরিবেশ কে প্লাস্টিকমুক্ত করতে আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।
  • দিবস উদযাপনের মাধ্যমে একে অন্যের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে সচেতনতা বৃদ্ধি করা।
  • দিবস উদযাপনের মাধ্যমে ক্লাবের পরিচিতি বৃদ্ধি করা।
  • একটি দিন আনুষ্ঠানিকভাবে বিশ^ পরিবেশ দিবস উদযাপন করা।
  • কমিউনিটির পরিবেশ প্লাস্টিকমুক্ত করা।
  • মাঠ পর্যায়ে বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডের জন্য আরও কর্ম পরিকল্পনা তৈরী করা।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ২০ টি ক্লাবের কিশোর কিশোরী ও যুব ক্লাবের সদস্যরা বিভিন্ন উপায়ে যেসমস্ত কার্যক্রম করেছে তাহলো-

  • পরিকল্পনা করা
  • প্লাস্টিক এর বিপজ্জনক প্রভাব সর্ম্পকে সচেতনতা তৈরীতে আলোচনা করা।
  • স্কুল, বাড়ি ঘরের আশেপাশে ও কমিউনিটির পরিবেশ প্লাস্টিকমুক্ত ও নির্মল রাখতে সচেতনতা অভিযান করা।
  • সংগ্রহ করা প্লাস্টিক সামগ্রী পূর্নব্যবহার করার ব্যবস্থা গ্রহণ
  • প্লাস্টিকের বোতল দিয়ে চমৎকার শোপিস তৈরী করা।
  • স্থানীয় বিক্রেতার কাছে বিক্রি এবং বিক্রয়কৃত অর্থ দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ গ্রহণ।

ফলাফলঃ

  • কমিউনিটিতে ছোট ছোট গ্রুপের মাধ্যমে ১০০ জন কিশোর কিশোরী ও সদস্য দিবসের তাৎপর্য এবং প্লাস্টিক এর বিপজ্জনক প্রভাব সর্ম্পকে সচেতন হয়েছে।
  • ক্লাবের সদস্যদের মধ্যে আত্ম-বিশ্বাস বৃদ্ধি পেয়েছে।
  • প্রচারাভিযানে কিশোর কিশোরী ও যুব সদস্যদের উৎসাহ দিতে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
  • সদস্যদের মধ্যে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
  • বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।
  • অনেক তথ্য সর্ম্পকে অবগত হয়েছে ।
  • প্লাস্টিক সংগ্রহে ২০ টি ক্লাবের একসাথে প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ সৃস্টি হয়েছে।
  • স্থানীয় সরকারের সাথে সুসর্ম্পক স্থাপন হয়েছে।
  • মোট ৬০০ জন কিশোর কিশোরী ও যুব সদস্য এই প্রচারাভিযানে নেতৃত্ব দিয়েছে।
  •  প্রায় ৭০০ শত কেজি প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে।

ঢাকা ম্যাচ কলোনীর যুব সদস্য মো: রায়হান জানান, “আমরা বাড়ি বাড়ি ঘুরে ও প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কাজ করেছি। মানুষজন তখন আমাদের  কথা মন দিয়ে শুনেছে। স্থানীয় মানুষ জন স্বত:স্ফূর্তভাবে বাড়িতে থাকা পলিথিনের ব্যাগ বের করে আমাদের হাতে তুলে দিয়েছে। ”

কিশোর কিশোরীদের এই উদ্যোগে এলাকার মানুষ খুব খুশি তাঁরাও তখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

More to explore

World Humanitarian Day 2023

Organized by: Nari Maitree Supported by: Concern Worldwide. Nari Maitree Urban Green Graduation Programme has celebrated World Humanitarian Day 2023 with its

অবহিতকরণ এবং অধিপরামর্শ সভা

নারী মৈত্রীর আয়োজনে এবং এডুকো বাংলাদেশ এর সহায়তায় ১৭ এপ্রিল, ২০২৩ইং তারিখ অনুষ্টিত হলো অবহিকরণ এবং অধিপরামর্শ সভা। সভায় প্রধান অতিথি হিসাবে

Heartiest Congratulations to Saad Ahmed Sagor, Youth member of Nari Maitree

Ut quisquam ut aut sed temporibus inventore reprehenderit magnam magni rem enim nihil id asperiores ipsa pariatur eos sint atque pariatur quam ducimus sunt ab dolorem qui asperiores quod et necessitatibus voluptatem.

Cupiditate esse sint ut ratione labore id quia non est non debitis tempora minus perspiciatis magni qui molestias itaque consequatur eaque consequuntur reprehenderit quis optio aperiam quos illum eos nesciunt voluptatem est reiciendis assumenda sint culpa expedita aspernatur dolorem et.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Spread Happiness
Donate Now

01648394576 (bKash Personal)

01648394576 (Nagad Merchant)

=================
Account Name: Nari Maitree-DMCC
Account Number: 05390240000106
Bank Name: Rupali Bank ltd
Branch Name: Khilgaon Branch, Dhaka.
Routing Number: 185273978