ঢাকা, ২৩ জুলাই ২০২৫:
সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমানদুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক নিহতের ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানাতে রাজধানীর ভাটারা এলাকায় এক শোক র্যালীর আয়োজন করা হয়েছে। তরুণদের উদ্যোগে আয়োজিত এই র্যালী বিকেল ৪টায় নূরেরচালা থেকে শুরু হয়ে ভাটারা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করে।
র্যালীতে অংশগ্রহণ করে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় নাগরিক। সবাই কালো ব্যানার হাতে নিরবতার সাথে নিহতদের স্মরণ করেন। ইয়ুথ লিডার মনির বলেন, “এই দুর্ঘটনায় আমরা শুধু বন্ধু নয়, ভবিষ্যতের সম্ভাবনা হারিয়েছি। আমরা চাই, এমন ঘটনা যেন আর না ঘটে। নিরাপত্তা নিশ্চিত হোক সব শিক্ষার্থীর জন্য।”
ইয়ুথ লিডার সজীব বলেন, “এই মৃত্যু কোনভাবেই আমাদের কাম্য নয়।”
নারী মৈত্রী থেকে তাসলিমা হুদা বলেন, “জীবন্ত শরীর আগুনে ঝলসে যাচ্ছে এমন ঘটনায় আমরা সবাই আজ ভাষাহীন, বাকরুদ্ধ এমন মৃত্যু আর দেখতে চাই না।”
শোক র্যালী শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়, আমরাসহ পুরো জাতি আজ ব্যথিত।